পাতা:হোমশিখা.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা। ജൂഹു অপ্তভের রাজ্য এবে, ভুল নাহি তা’য় অধিকার চিরস্থায়ী কা’র ? শুভশক্তি আজিও যুঝিছে প্রাণ পণে এক দিন জয় হ’বে তা’র ! তখন ঘুচিবে ভেদ, ঘুচিবে সকল খেদ, সেই দিন এ বিশ্ব-ভুবনে— মরণে ফলিবে শুভ, মঙ্গল জীবনে । জীবন মরণ–হ’বে দিবা বিভাবরী, নাহি রবে বিরক্তি সংশয় ! পূজ্য হ’বে মনুষ্যত্ব সকলের আগে, মান্ত হ’বে মানব-হৃদয়! জীবনে ফলিবে শুভ, মরণে মিলিবে ধ্রুব, হবে নর বিরাট-মানব ! জলের মিলনে যথা সিন্ধুর উদ্ভব। যে জলে করেছে কেলি কাৰ্ত্ত-বীৰ্য্যার্জন, ল’য়ে শত সহস্ৰ জঙ্গনা! যে জলে রক্তাক্ত করি দিয়েছে তৈমুর, যে জলে জানকী নিমগন, వ8