পাতা:হোমশিখা.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ তিমিরে নাহি ধ্রুব, রৰি, , ८कङ् नाहे किङ्क नाहे शंग्र ! করমে আনন্দ বড় লভি’ ভেসেছি গো শুধু সে আশায়! দোহদ-ব্যথার মত । ফুলভের মোহ যত আকুল করিল প্রাণমন, তাই ডালি দিমু এ জীবন। নিজেরে বিপন্ন করি নিজে । সেই এক আনন্দ নুতন ! পুনঃ বঁচি হৰ্ষ তাহে কি যে— কে করিবে তাহার বর্ণন ? সাগরে ভাসায়ে ভেল। সারাবেলা হেলা ফেলা, কে জানে সে ভিড়িবে কোথায় ? নুতন বন্দরে কিবা অতল তলায় ? হে হিরণ্য-গর্ভ ! হে আকাশ ! তোমার ও অরূপ সলিলে আছে বহু আবর্তের ੱਸ, অপরূপ—তুমি হে নিখিলে! واهلا