পাতা:হোমশিখা.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা । ,g-سسسسسسسسسس© যে সবিতা সার্থক হেথায়, অন্তলোকে সেই সে নিস্কল! : যে সুধাংশু হের্থ দীপ্তি পায়, লোকান্তরে পিও সে কেবল ! সৰ্ব্বংসহ এই ধর, - মাত যা’রে বলি মোর, ভিন্ন গ্রহে—গ্রহ মাত্র হায় ! অগোচর এই সিন্ধু বায় ! হেথ যার মূল্য কিছু নাই, অমূল্য সে অন্ত কোন দেশে ; আজি যা’রে বলিতেছি 'ছাই’ প্রাণাধিক ছিল কালিকে সে ! যে তত্ত্ব নুতন বলি মাথায় নিতেছি তুলি,— আজি যা"রে করি আবিষ্কার, কাল কেহ পুছিবে না আর । হে মহান! সকলি নিষ্ফল ব্যবহার না জানিলে তা’র, হে উদার! সুকলি সফল : জানিলে প্রকৃত ব্যবহার! Nebo