পাতা:হোমশিখা.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা মোদের বচনে মনে—অন্তর মন্দিরে, রহ তুমি জাগি অনুক্ষণ, তরু দেহে রসের মতন ;– । বিষম জ্যৈষ্ঠের দিনে দুরন্ত শিশিরে। দরিদ্রের নিধি সম রাখিব তোমায় আজীবন অতি সাবধানে, যোগ্যজনে সঁপিয়া নিদানে নিশ্চিন্তে ধূলার দেহ মিশা’ব ধূলায়। বিশ্ব-মানবের ভ্রণ অপুষ্ট কোমল— যতদিন পূর্ণাঙ্গ না হয় যতদিন আছে কোন ভয় ততদিন তপ্ত তা’রে রাখিও অনল । যে দিন পেয়েছে নর তোমার সন্ধান, মনুষ্যত্ব পেয়েছে সে দিন ; হে অনল, হে চির নবীন ! - তুমি রাখ বাচাইয়া তোমার সে দান। 9१९५