পাতা:হোমশিখা.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫ হোমশিখা? e~ఖి পণ্ডতে ভরিয়া উঠে বীরের সমাজ, ভণ্ডে ভরি’ উঠে ধৰ্ম্ম মঠ ; কীটে ভরে শস্ত পূর্ণ ঘট, সত্ত্বরস নাশি রহে পরি’ তুষ-সাজ ! তারপর আসে যবে বপনের দিন, লঘু বায়ে তুষ উড়ে যায়, ঘৃণ্য কীট মাটিতে লুকায়, চাহিয়া রহিতে হয় বল-বুদ্ধিহীন। দেহীর জটিল এই দেহের মতন— যত সঙ্ঘ-সমাজ-শরীর, সবই হায় ব্যাধির মন্দির, ক্ষণিক স্বাস্থ্যের শেষে রোগ চিরন্তন। এ রোগের শান্তি নাই ঔষধে মন্তরে ; দেখা পেলে সত্য-দেবতার, ব্যাধি তবে থাকেনাক আর, . বাহিরে বিকাশে জ্যোতি আনন্দ অন্তরে।