পাতা:হোমশিখা.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা। ’ @്০৭:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)~ു অশ্র হারায়ে রক্ত নয়ন জলিছে আগুন হেন, পঙ্কিল ভাষা, স্বল্প বচন,—নাহি সে মানুষ যেন! শ্রমের মাতাল পাষাণের চাপে উঠিছে পাগল হ’য়ে, রসাতল পানে ছুটে যেতে চায় বোঝার বালাই ল’য়ে ; জীবন বিকায়ে ধনের দুয়ারে খাটিয়া খাটিয়া মরে, কলঙ্কহীন শ্রমের অন্নে জঠর নাহিক ভরে। হেথায় কুবের ফুলিছে, ফাপিছে,—ফুলিছে টাকার থলি, চিবুকের তলে বাড়িছে তাহার দ্বিতীয় পাকস্থলী ! নর বাহনের সুবিপুল ভারে মানুষ মরিল, হায়, মরিল মরম, মরিল ধরম, ধরণী গুমরি’ ধায়। তবু ঘর্ঘরে, চলে মম্বরে, জুড়িয়া সকল পথ, ধনী নিধনে সমান করিয়া জগন্নাথের রথ ! মানুষ কাদিছে, মানুষ মরি’ছে, বেঁচে আছে তরবার – এর চেয়ে সেই বন্ত জীবন ভাল ছিল শতবার ; সেথায় ছিলনা শৃঙ্খল জাল, বন্দী ছিল না কেউ, ছায়া-মুগহন কাননের মাঝে শুধু সবুজের ঢেউ,

  • »8९