পাতা:হোমশিখা.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেমশিখ। জটিল গুল্ম কণ্টকে ফুলে উঠিত আকুল হয়ে, দেবতার শ্বাস আসিত বাতাস ফলের গন্ধ ব’য়ে, পশু ও মানুষে ছিল মেলামেশ ভাষাহীন জানাজানি, ছোট ছোট ভাই ভগিনীর মত ছিল বহু হানাহানি ; জীবন আছিল, আনন্দ ছিল, মৃত্যুও ছিল সেথ, ছিলনা কেবল রহিয়া রহিয়া মন মরিবার ব্যথা । ছিল না সেথায় দুর্জয় লোভে দহন দিবস নিশা,— লুটিয়া, পীড়িয়া, দলিয়া, ছিড়িয়া প্রভু হইবার তৃষা। ছিলনা এমন খাজনার খাতা খাজাঞ্চী-খানা জুড়ি', সেলামী ছিলনা, গোলামী ছিল না, হাইতোলা-সাথে-তুড়ি। হায় বনবাস ! সজীব, সরস, শতগুণে তুমি শ্রেয়, এই পোড়া মাটি রস-বাসহীন মানুষে ক’রেছে হেয় ; এই কাঠ খোটা—বসন্তে যাহা আর ফোটাবে না ফুল, এরি সহবাসে নীরস মানুষ,-জীবনে মানিছে ভুল। উৰ্দ্ধে উঠেছে দুর্গ প্রাচীর, মানব শোণিতে আঁকা, আকাশ মুনীল কুটির বাসীর চক্ষে পড়েছে ঢাকা ; SQWO' .