পাতা:হোমশিখা.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমুখে করাল রয়েছে "আকাল মৃত্যু রয়েছে পিছে, ঘিরি’ চারিধার আছে হাহাকার, পলাবার আশা মিছে। এত বড় এই ধরণীর বুকে তাহাদেরি নাহি ঠাই, তবুও ভূমির ভৃত্য, ভক্ত, ভর্তা সে তাহারাই! · তাদের নয়নে ফলময়ী ভূমি স্নেহময়ী মা’র চেয়ে, রমণীর চেয়ে রমণীয়া—যবে কাল মেঘ আসে ছেয়ে ; কন্যার চেয়ে কান্তিশালিনী, হাস্তশোভনা ভূমি – কি বুঝিবে মূঢ় রাজস্বভূক, এর কি বুঝিবে তুমি ?

  • তবুও সমাজ তোমা হেন জনে ভূস্বামী বলি মানে ; প্রকৃত স্বামী সে দীন কৃষকের কথা কে তুলিবে কাণে ?

বলের গৰ্ব্ব পৰ্ব্বত হয়ে বাড়ায় ধরার ভার, চলে লুণ্ঠন কুণ্ঠবিহীন ঘরে ঘরে হাহাকার ; প্রবল দম্য বিকট হাস্তে বিশ্বভুবন মথি', --- স্বনামের হার গলায় দোলায়ে চলেছে অবাধ গতি । নিরীহ জনের নয়ন ধধিয়া ঘুরাইয়া তরবারি, বালকে বৃদ্ধে বধিয়া চলেছে, বাধিয়া চলেছে নারী।