পাতা:হোমশিখা.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २ ] লেখনী তেজোপূর্ণ কবিতা প্রসব করিয়া তাহার নাম অমর করুক ইহাই আমাদের কামনা।” “বেঙ্গলী” বলেন—“অধিকাংশ কবিতাই মৌলিকত্ব পরিচায়ক বিশেষতঃ স্বদেশ সম্বন্ধীয় চিত্তাকর্ষক কবিতাগুলির প্রতি আমরা আমদের পাঠকগণের দৃষ্টি আকর্ষণ করি।” শ্ৰীকালীচরণ মিত্র প্রণীত । যুথিক (বিখ্যাত গল্পের বহি) মূল্য ১২ এক টাকা। ইংলিসম্যান বলেন—“ইংরাজীতে অনুবাদিত হইবার যোগ্য ।” অম্লমধুর (হাস্ত রসাত্মক নাটিকা ) মূল্য ॥0 আট আনা। با مساسیسات স্বগীয় অক্ষয়কুমার দত্ত প্রণীত প্রাচীন হিন্দুদিগের সমুদ্র যাত্রা ও বাণিজ্য বিস্তার। অক্ষয় কুমারের কনিষ্ঠ পুত্র স্বৰ্গীয় রজনীনাথ দত্ত সম্পাদিত ; মূল্য ১০ পাচ সিকা। অনেকদিনের পর আবার প্রকাশিত হইল ; 4. ভারতবর্ষীয় উপাসক-সম্প্রদায়। - , প্রথম ভাগ ... মূল্য ২॥0 দ্বিতীয় ভাগ ... মূল্য আr . উপরোক্ত পুস্তক সমূহ ৩৯ নং কর্ণওয়ালিস স্ট্রট সংস্কৃত প্রেস ডিপজিটরী, ২ নং কর্ণওয়ালিস ষ্ট্রট, মজুমদার লাইব্রেরী এবং ২-১ নং কর্ণওয়ালিস ষ্ট্রট গুরুদাস বাবুর দোকানে পাওয়া যায়। ; “ . . .