পাতা:হোমশিখা.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ হোমশিখ ! ‘কোন পথে, কোথা হ’তে বহে প্রস্রবণ, কোথা হ’তে মেঘে আলে জল, কোন গানে কোন তানে—ধ্বনিত ধরণী, কেন সিন্ধু সতত চঞ্চল ; কি দিয়া গঠিত ধরা, কি দিয়া মানব গড়া, দেখ জালি’ জ্ঞানের কিরণ ;– কাৰ্য্য যদি ব’লে দেয় অজ্ঞাত কারণ " একি হ’ল ! একি ছবি দেখালে বিজ্ঞান,— এ জগতে নাহি কি করুণা ? একের নিধন বিনা বাচেন অপর ! এ বিশ্ব কি দৈত্যের রচনা ! হে সবিতা ! হে সবিতা ! মানবের জ্ঞানদাতা ! দাও আলো—দাও সতকণা, কিছু যে বুঝি না দেব আমি যে উন্মনা । হে সবিতা, দাও বল আর উচ্চে যাই, গ্রহেলিকা এখন না বুঝি, প্রাণপণে জ্ঞানপথে তাই যেতে চাই ;— * চির মুখ-বৃথা তারে খুজি।