পাতা:হোমশিখা.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাহি মুখ কে কোথায় জীবনে পেয়েছে তা’য় ; পা’ব কি না জানি না সে হায় ; তবু সে পরশ মণি, প্রাণ তা’রে চায়। কোন পথে বিশ্ব ফিরে, তাই খুজি সদা, আমরাও সেই পথে যা’ব,— অনন্ত সাগর বুকে—অনন্ত লহরী, তারি সনে, একতানে গা’ব। যদি কোন রত্ন পাই, অাদরে ধরিব তাই, দিব ডালি ভবিষ্যের করে ; না পাই, এই সে পথে পাবে তা অপরে। হে সবিতা, না মিটিতে জ্ঞানের পিপাসা, তুমি দেব অস্তাচলে যাবে ; আসিবে জীবন-সন্ধ্যা—আসিবে অর্ণধার পূর্ণ আলো কে মোরে দেখাবে। উষায় উৎসাহ ল’য়ে, - T সন্ধ্যায় বিষঃ হ’য়ে, এমনি রে অপূর্ণ অাশায়,— কাললোতে কত লোক ভেসে গেছে হয়। Abé