পাতা:হোমশিখা.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२¢ হোমশিখা లి-~~ মলিন বল্লরী, মরি, সাজা’লে মুকুলে ফলে ফুলে ; ব্যোমলতা—সোমলতা এবে, হে মায়াবী ! তোমারি প্রভাবে। থরে থরে নক্ষত্র-মুকুল । বোমলতা-সোমলতা পরে, বায়ুভরে করে ভুল স্কুল, ছায়াপুটে মঞ্জরী মুঞ্জরে, সহস, লতার গায়ে, সমীরণ একদিন দেখিল, নখের ঘায়ে রসধার ঝরিতেছে ক্ষীণ,— সে রস আকণ্ঠ করি পান, সমীরণ হারায় জ্ঞেয়ান । নব চোখে দেখিছে সংসার, জ্ঞানহারা মুগ্ধ সমীরণ ! এ সংসার ভালবাসিবার, নহে নহে অহরহ রণ। জ্ঞেয়ান হারায়ে বায়ু লভিল নুতন জ্ঞান,