পাতা:হোমশিখা.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

צס\ হোমশিখা! মিশর-রাণীর কভু পানপত্রি চমৎকার,— যত পান করি তৰু শূন্তপাত্র পুরে পুনৰ্ব্বার ! কতু চরু সৰ্ব্বাঙ্গ মুনার, মূৰ্ত্তিমান দেবতার বর। শিশু গুয়ে জননীর কোলে গান শোনে গান গেয়ে গেয়ে, ‘চাদ অায়’ ব’লে হাত তোলে কত হাসে কাদে তোমা চেয়ে, তুমি ত’ এস না হায় কাদা তার হয় সার ; ৷ বালক যৌবন পায়, ঠেকে শেখে,—ডাকেন। সে আর ; এখন সে চেয়ে তুষ্ট নয়, পেলে, বুঝি, তখন কি হয়। প্রেম আসে চন্দ্রমাল গলে, মুখে চোখে চারু চন্দ্র-ছাস, আবরিত চন্ত্রিকা অঞ্চলে, চত্রের মণ্ডলে যা’র বাস ;