পাতা:হোমশিখা.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা ৷ E് 9ا শত্র মিত্র নিরন্তর আনে বুদ্ধি, উপদেশ, কাদিবার অবসর দিবে না দিবে না বুঝি লেশ । স্বপনে মিলন কর দান, এস সেমি-হ’য়োনা পাষাণ । ক্ষণস্থায়ী শুক্ল প্রতিপদে উদয়াস্ত না হয় নির্ণয়, ক্রমে তনু বাড়ে পদে পদে, পূর্ণিমায় সদা সমুদয় ; তেমনি, ক্ষণিক হায় স্বপনে মিলন হ’ক, মরণের পূর্ণিমায় অনন্তু মিলনে যাবে শোক । মহাস্বপ্ন হ’বে এ জীবন, মহানিদ্রা–হ’বে জাগরণ। পৃথ্বী ডাকে "এস প্রিয় সোম! এল কুন্দ-বরণ স্বধীর । দেখ মোর কণ্টকিত রোম, শতস্তনে উচ্ছসিত क्रौद्र ;* 8\b.