পাতা:হোমশিখা.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ግ হোমশিখা ৷ EഹC) যবে গ্রহণের কালে দিনকর কোলে লয়, রবিরে আবরি’ ফেলে এত রূপ ধরে সোমরায় ; চাদ ছেলে মন্দ বলে লোকে, মন জানে, দেখি যে কি চোখে ।” যবে তুমি স্বর্ঘ্যের সকাশে । গুপ্তভাবে সুপ্তভাবে রও, অগ্রে চল তবু ভাগ্যবশে দীপ্তিলাভে বঞ্চিত ত’ নও ; ৷ পলে পলে অগ্রসর, তিলে তিলে দীপ্তি লাভ, নিত্য নব কলেবর নিত্য কত অভিনব ভাব ;– ञश्ब्रश् डेब्रउि ८ऊांमांब्र, ক্ষয় শেষে উদয় আবার । অচেনা নুতন কত মুখ । দেখিবে জগতে কালি সাৰে, তাদের প্রাণের দুঃখমুখ, যে কথা বলেনা কারে লাজে