পাতা:হোমশিখা.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(R$ পৃথ্বী তুমি শক্তি স্বরূপিণী, ’ পূর্ণ কর ত্রিবিদ্যা সাধন, শৌৰ্য্য প্রেম জ্ঞেয়ানের খনি! সিদ্ধিকাম সাধকের ধন । নাহি ক্ষতি, হও যদি শ্মশান-আসন। পোড়াহাড় অগ্নি বরিষণ, সে ত’হবে অঙ্গের ভূষণ ! সংসার শ্মশান হয় যদি, গৃধ্র, ফেরু, শিবার রোদন বিশ্বে যদি উঠে নিরবধি,— তবু রবে অটুট সাধন, তবু হ’বে শ্মশানে শক্তির উদ্বোধন । বিভীষিকা দাড়ায় আসিয়া, তাড়াইব হেলায় হাসিয়া ! দেহ শক্তি-শক্তি অবিনাশী, দৃঢ় হ’ক এ বাহু যুগল, ‘দ্যায়? যদি সত্য ভালবাসি তবে যেন না হই বিকল— করিবারে দুষ্কৃতের চুরাশা বিফল। - নহে বৃথা জীৰে প্রেম, স্তায়ে রুচি ছার, দুৰ্ব্বলের আত্ম-প্লানি সার।