পাতা:হোমশিখা.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ee হে অচলা ! ভূকম্প যে জন । কখন করেছে অম্ভব, ' সেই বুঝে আচলের গুণ ;– চরাচর দোলে যবে সব— সিন্ধু সম ভূমি যবে আরম্ভে তাণ্ডব, । গৃহ, তরু মাতালের প্রায় ট’লে যেন পড়ে গায় গায় !— দীর্ণ দেশ বিষম জ্বস্তনে, আৰ্ত্তনাদে পূরিত अश्वत्र ; যদুবংশ দ্বারাবতী সনে, ধনজনে পম্পাই নগর,— হ’ল যবে কবলিত,—তোমারি জঠর পুনঃ স্থান দিল তা সবায়, মৎস্ত-নারী তুমি কিগো হায় ? তাহার অনেক যুগ আগে, গঙ্গা সম কঠিন পরাণে, ( কোন শাস্তমুর অনুরাগে, কে বলিবে—কেবা তাহ জানে,) গ্রাসিয়াছ আপনি গো—আপন সন্তানে। অতিকায় মহাবলবান,— তবু তোর তুষ্ট নহে প্ৰাণ!