পাতা:হোমশিখা.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেমশিখg কর মোরে তোমার পূজারী, . হে ধরণী ! শক্তি স্বরূপিণী ! কর মোরে সৈনিক তোমারি, নারীরূপা ! নিখিলের রাণী ! শুধু, পূর্ণ মহিমায় চাহিয়ে আপনি, আজ্ঞা তব বুঝিব অমনি, প্রাণপাতে পালিব তখনি । প্রাণ—সে ত তুচ্ছ অতিশয়, স্থির মৃত্যু-জন্মেছে যে ভবে, মৃত্যু সে ত ফিরে পায় পায়, মরণেরে কেন ভয় তবে ? দুর্ভিক্ষে মরণ-মারী, ভূকম্প, আহবে,— সর্পাঘাতে, অগ্নির উৎপাতে, দয়া হাতে কিম্বা বজ্রাঘাতে। মৃত্যু যা’র চির সহচর যোগ্য তা’র নহে মৃত্যুভয়, বেদিয়া না ছাড়ে স্না নাহার,— কালফণী সঙ্গে তা’র রয় । মিছে তবে—মিছে তবে মরণের ভয় ; অবহেলে ডমরু বাজারে, কালফণী:ফিরিব নাচায়ে !