পাতা:হোমশিখা.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(I; অন্ধকারে তজ্ঞ আসে ঘিরে, · কত দেখি বিচিত্র স্বপন, মনে হয় তোর দেহে ফিরে দেহ মোর লীন হয় পুনঃ,— তোর ক্ষেতে, গাঙে, মেঘে, এই তনু মন ;– শস্তে মিশি কখন শিশুতে, স্বপ্নময়ী বিচিত্র নিশীথে । গন্ধ হ’য়ে রহি গো কুসুমে, রস হ’য়ে বাস করি ফলে, লঘু বাষ্প হয়ে মেঘে, ধূমে, জ্যোতিরূপে বিদ্যুতে, অনলে, শব্দরূপে পিক কণ্ঠে,—নিঝরের জলে । তনু মন প্রাণ মিশে যায়, একে একে পৃথী তোর কায় ! তবু রহে জ্ঞেয়ান অমর, তবু সেই আনন্দ সত্ত্বার, তবু সেই শক্তিতে নির্ভর— যে নির্ভরে আনন্দ অপার, অসীমে মিশেও সাড়া পাই আপনার ; তোর মাঝে দেখি আপনায়, সিন্ধু মাঝে বুদ্বুদ্ধ খেলায়! :