পাতা:হোমশিখা.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিহঙ্গ তোমারি প্রজ, তুমি জান তা’র কোন লোকে করে গো প্রয়া, তোমারি কৃপায় তা’র পথ না হারায়, ফিরে আসে সুধা করি পান। হে বায়ু! বিমান-রাজ ! অামারে দেখাও আজ, মহাশূন্তে যত আছে পথ ! হ’ব সহচর, পূর্ণ কর মনোরথ ! পার্থীরা তোমার প্রজা আমিও তাহাই, প্রাণ মোর পার্থীর সমান ; পাখীরা শোনায় গান, আমিও শোনাৰ বিশ্বপ্লাৰী সঞ্জীবন গান ! কীচকের রন্ধে, পশি’ তুমি বাজাইলে বাণী গাহি প্রেম, মান, অভিমান ; যুদ্ধ গাব, পাঞ্চজন্তে তোল’ তুমি তান! হে অরূপ, হে অবর্ণ, হে বৰ্ণনাতীত ! বিশ্ব ঘোষে তোমার মুহিমা ! ভাগে ভোগ করে ধরা মালো অন্ধকার ; তোমার রাজ্যের নাহি সীমা ! १२