পাতা:হোমশিখা.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Tbo) হোমশিখা ৷ . இ. ~& সে কভু ভুলিবে না হে— । আমার প্রাণের দাহে,— আমাদের উৎসাহ বচন ; চাহিবে মানব পানে উজ্জল লোচন । আবেগের স্রোতে নব ভাবের প্রবাহে ভেসে যাবে সুরিতে পরাণ,— নূতন আনন্দ-লোকে, ওহে সমীরণ ! শুনিবে সে আনন্দের গান। চকিতে দেখিবে চেয়ে,— সমস্ত জগৎ ছেয়ে আনন্দে, ধরিয়া হাতে হাত, গাহিছে মিলন-গীতি মানব-সজঘাত ! সে দিন কোথায় আমি রহিব জানি না, ভূমি রবে এমনি সমীর । হয় ত’ পড়িবে মনে আমার এ গান, ভুলে যাবে হয় ত’ অধীর । যুগে যুগে গান করি কত পার্থী গেছে মরি’ ; আজ পুনঃ গুনি কলতান, । মনে কি পড়ে না হায়তাহাদের গান ?