এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সিণ্ডেরেলা

সুন্দর পোশাক পুরোনো ছেঁড়া কাপড়ে বদলে গেল। তাড়াহুড়োতে তার একটি কাঁচের চটিজুতো ওখানেই পড়ে রইল আর আরেকটি জুতো নিয়ে তার ধর্ম-মার দেওয়া সব উপহার ছাড়াই হাঁপাতে হাঁপাতে সে বাড়ি পৌছল।

 নাচ থেকে ফেরার পর তার বোনেরা সেই অচেনা রাজকুমারীরই গল্প করতে লাগল। তারা সিণ্ডেরেলাকে বলতে লাগল যে রাজকুমারীর ফেলে যাওয়া ছোট কাঁচের চটিজুতো কিভাবে রাজকুমার তুলে রেখেছেন। আসরে সবাই বুঝল যে, রাজকুমার এই চটিজুতোর মালিককে যেমন করে হোক খুঁজে বের করবেনই; এর কিছু দিন পরেই ঘোষণা করা হল যে রাজকুমার তাকেই বিয়ে করবেন যার পায়ে এই কাচের জুতো একদম মাপে মাপে বসবে।

 এই ঘোষণায় চারিদিকে সাড়া পড়ে গেল। রাজ্যের সব মেয়েরাই চটিজুতো পরে দেখার অনুমতি পেল, কিন্তু সেটা কারোর পায়েই মাপসই হল না। সিণ্ডেরেলা বলে উঠল, “আমি চেষ্টা করে দেখি—এটা আমার মাপে হতেও পারে।” এক মুহুর্তে সেটি পায়ে গলে গেল। দুই বোন এতে ভারী চটে গেল কিন্তু সিণ্ডেরেলা যখন আরেকটি চটিজুতো তার পকেট থেক বের করল, তখন তারা তো অবাক!

 সেই মুহুর্তে, তার ধর্ম-মা হাজির। তিনি সিণ্ডেরেলার কাপড় ছড়ি দিয়ে ছুঁয়ে দিলেন। তার বোনেরা তখন দেখল যে, নাচের অনুষ্ঠানে যে সুন্দরীকে তারা দেখেছিল, এ সেই। তার পায়ে পড়ে তারা তখন ক্ষমা চাইতে লাগল।

 কিছুদিন পর রাজকুমারের সাথে তার বিয়ে হতে রাজ্যের সবাই আনন্দে মাতোয়ারা হল।

১০