পাতা:The Constitution of India (Original Calligraphed and Illuminated Version).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রথম তফসিলের প্রথম বা দ্বিতীয় অংশে বর্ণিত এক বা একাধিক রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন সংক্রান্ত হয়, তবে সেই বিলের উত্থাপন এবং বিষয়বস্তু, উভয় বিষয়েই রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্য বা রাজ্যসমূহের বিধানমণ্ডলীর মতামত সুনিশ্চিত করিবেন৷

৪. (১) প্রথম বা দ্বিতীয় ধারায় বর্ণিত যে কোনো আইনেই আইন কার্যকরী করিবার নিমিত্ত প্রথম ও চতুর্থ তফসিল সংশোধনীর উপযুক্ত ব্যবস্থা থাকিবে এবং সংবিধান যে সকল ক্রোড়পত্রমূলক, আনুষঙ্গিক ও পরিণামী বিষয়সমূহকে প্রয়োজনীয় মনে করিবেন তাহারও ব্যবস্থা থাকিবে (এইরূপ আইনে প্রভাবিত রাজ্য বা রাজ্যসমূহ হইতে সংসদ এবং বিধানমণ্ডলীতে প্রতিনিধিত্বের ব্যবস্থাও ইহার অন্তর্গত)।

 (২) পূর্ব-উল্লিখিত কোনো আইনই ৩৬৮ ধারা অনুযায়ী সংবিধান সংশোধন বলিয়া বিবেচিত হইবে না।

প্রথম ও চতুর্থ তফসিলের সংশোধনী এবং ক্রোড়পত্রমূলক, আনুষঙ্গিক ও পরিণামী বিষয়সমূহের জন্য ২ ও ৩ ধারার অধীনে প্রণীত আইন৷