পাতা:The Constitution of India (Original Calligraphed and Illuminated Version).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় অংশ

মৌলিক অধিকার

সাধারণ

১২. এই অংশে, প্রসঙ্গান্তর ব্যতিরেকে, “রাষ্ট্র” শব্দে ভারতের সরকার ও সংসদ, সব রাজ্যের সরকার ও বিধানমণ্ডলী এবং ভারতের এলাকাভুক্ত বা ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন যাবতীয় স্থানীয় বা অন্যান্য কর্তৃপক্ষ বুঝাইবে৷

১৩. (১) এই সংবিধানের সূচনার অব্যবহিত পূর্বে ভারতের এলাকায় প্রচলিত যাবতীয় আইনের এই অংশের প্রাবধানগুলির সঙ্গে অসঙ্গতিপূর্ণ অংশসমূহ নাকচ হইয়া যাইবে৷
 (২) রাষ্ট্র এই অংশে প্রদত্ত অধিকারগুলির বিলোপ বা সঙ্কোচনপূর্বক কোন আইন প্রণয়ন করিবে না এবং তাহা করিলে, এই উপধারার লঙ্ঘনমূলক অংশগুলি নাকচ হইয়া যাইবে৷
 (৩) এই ধারায়, প্রসঙ্গান্তর ব্যতিরেকে, —

(ক) “আইন” শব্দে ভারতের এলাকায় আইনের ক্ষমতামণ্ডিত যে কোন অধ্যাদেশ, আদেশ, স্থানীয় আইন, নিয়ম, অধিনিয়ম, বিজ্ঞপ্তি, রীতি বা প্রথা বুঝাইবে৷
(খ) “প্রচলিত আইন” বলিতে বুঝাইবে এই সংবিধানের সূচনাপূর্বে ভারতের এলাকায় কোন বিধানমণ্ডলী বা অন্য যোগ্য কর্তৃপক্ষ দ্বারা গৃহীত বা প্রণীত আইন, যাহা পূর্বে প্রত্যাহৃত হয় নাই, এমন কি যদি এরূপ কোন আইন বা তাহার অংশবিশেষ তৎকালে আদৌ বা অঞ্চলবিশেষে প্রযুক্ত না হইয়াও থাকে৷

সংজ্ঞা৷

মৌলিক অধিকারের সহিত অসঙ্গতিপূর্ণ বা তাহার লঙ্ঘনমূলক আইন৷