পাতা:The Constitution of India (Original Calligraphed and Illuminated Version).djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রথম অংশ
রাজ্যসংঘ ও তাহার এলাকা

১. (১). ভারত, অর্থাৎ ইণ্ডিয়া, একটি রাজ্যসংঘ হইবে।

 (২). রাজ্যসমূহ ও তাহাদের এলাকা প্রথম তফসিলের ক, খ ও গ অংশে উল্লিখিত বর্ণনা অনুযায়ী হইবে।

 (৩). ভারতের এলাকার অন্তর্ভুক্ত হইবে —

(ক) রাজ্যগুলির এলাকা;
(খ) প্রথম তফসিলের ঘ অংশে বর্ণিত অঞ্চলগুলির এলাকা; এবং
(গ) অন্যান্য যে সকল অঞ্চল অধিগৃহীত হইবে।

২. সংসদ ইচ্ছামত ও উপযুক্ত শর্তে আইন প্রণয়নের মাধ্যমে রাজ্যসংঘে নূতন রাজ্য অন্তর্ভুক্ত বা গঠন করিতে পারিবে।

৩. সংসদ আইন প্রণয়নের দ্বারা —

(ক) কোনো রাজ্যের এলাকা সংকুচিত করিয়া সেই এলাকা লইয়া, অথবা দুই বা ততোধিক রাজ্য বা রাজ্যখণ্ড সংযুক্ত করিয়া, অথবা কোনো রাজ্যের কোনো অংশের সঙ্গে নূতন এলাকা সংযুক্ত করিয়া নূতন রাজ্য গঠন করিতে পারিবে;
(খ) কোনো রাজ্যের অধিভুক্ত এলাকার আয়তন বৃদ্ধি করিতে পারিবে;
(গ) কোনো রাজ্যের অধিভুক্ত এলাকার আয়তন সংকুচিত করিতে পারিবে;
(ঘ) কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করিতে পারিবে;
(ঙ) কোনো রাজ্যের নাম পরিবর্তন করিতে পারিবে:

তবে রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত এই সংক্রান্ত কোনো বিলই সংসদের কোনো কক্ষে উত্থাপন করা যাইবে না এবং বিলের প্রস্তাব যদি

রাজ্যসংঘের নাম ও এলাকা৷

নূতন রাজ্যের অন্তর্ভুক্তি বা গঠন৷

নূতন রাজ্যের গঠন এবং বিদ্যমান রাজ্যের এলাকা, সীমানা ও নাম পরিবর্তন৷