পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہ A سراً বিভীষণের নিকট বিফল প্রার্থনা। তুরঙ্গেতে আরোহিয়া লঙ্কাপুরে গেল। (১) সমুদ্রের বন্ধন-জনিত কষ্ট। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এমত রাজার বাক্য সমুদ্র শুনিয়া। কহিতে লাগিল সিন্ধু রাজা সম্বোধিয়া॥ শুন রাজা তুমি না করিলে ভাল কর্ম্ম॥ কৃষ্ণের সহিত বাদ বড়ই অধর্ম্ম ৷ সেই প্রভু নারায়ণ ত্রিভুবন-পতি। তার সনে বৈরিভাব বড়ই কুমতি ৷ দেখহ পৃথিবী-ভার দূর করিবারে। যুগে যুগে হয় প্রভু কত অবতারে॥ সত্যযুগে ছিল দৈত্য হিরণ্যকশিপু। নরসিংহ-রূপে প্রভু হৈল তার রিপু॥ নখে বিদারিয়া প্রভু করিল বিদার। সীতা মহাদেবী রাম করিল উদ্ধার। তাহাতে পাইলাম আমি দুঃখ অতিশয় (১)। অদ্যপি সে সব কথা মনেতে আছয়॥ পৃথিবীর দৈত্য কৃষ্ণ করিতে সংহার। সেই রিপু যদুবংশে হৈল অবতার। “ কুবুদ্ধি হয়্যাছে তব শুন নরপতি। অশ্ব লাগি বৈরিভাব তাহার সংহতি॥ হিত উপদেশ তোরে বলি নৃপমণি। কৃষ্ণ মনঃপূত কর দিয়া তুরঙ্গিণী॥ নতুবা তোমারে আমি নারিব রাখিতে। আমার অসাধ্য রণ তাহার সহিতে॥ সমুদ্রের মুখে তবে এতেক শুনিল। যতেক ভরসা ছিল সব দূরে গেল। ধন হারাইয়া যেন ধনী যে কাতর। সেই মত হইল দুঃখী দণ্ডী নৃপবর॥ বড় হেন জানি আইলাম সমুদ্রের স্থানে। সমুদ্রের বল যত জানিল এখনে॥ অতএব এথা থাকি নাই প্রয়োজনে। লঙ্কাপুরী যাব যথা রাজা বিভীষণে॥ এত বলি দণ্ডীরাজা ত্বরিতে চলিল।