পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—রাজারাম দত্ত—১৭শ শতাব্দী। ৮৭৯ ঘুড়া লইতে চাহে কৃষ্ণ তাহারে মারিয়া। কৃষ্ণ-ভয়ে ভ্রমে রাজা সংসার ভরিয়া॥ “ মহা মহা নরপতির শরণ নিয়াছিল। - কেহ ত শরণ দিয়া তারে না রাখিল॥ “ এমত জনেরে রক্ষা ষে জন করায়। ইহার ফলের কথা সংখ্যা নাহি হয়। চী ক্ষত্রিয়ের ধর্ম্ম এই বেদের বিধানে। শরণাগতেরে রক্ষা করি প্রাণপণে। ক্ষেত্রী হয়্যা শরণাগতে না করি পালন। বড়ই অধর্ম্ম বেদে শাস্ত্রের লিখন॥ যদ্যপি এহারে রক্ষা কর মহাশয়। বড় ধর্ম্ম হয় মোর বাক্যের পালয়॥ リエー o ইহা না করিলে বড় হইব অপমান।” - ইহার নিমিত্তে আইলাম তব স্থান। ভীম-স্থানে কহে তবে যত নারীগণ। সুভদ্রা কহিল আসি যত বিবরণ॥ এ সকল বৃত্তান্ত শুনিয়া বৃকোদর। কিঞ্চিৎ হইল চিন্তা মনের ভিতর॥ ভীম বলে যদি রাখি দণ্ডী যে রাজন। ঘরে আনি বিষ যেন করয়ে ভক্ষণ॥ না রাখিলে হয় মোরে বড় অপযশ। - ইহা হৈতে নাই মোর ক্ষেত্রীর পৌরুষ॥ ক্ষেত্রীর বংশেতে জন্ম লভে যেই জন। শরণাগতেরে যেবা না করে পালন॥ তাহাতে ক্ষেত্রীর ধর্ম্ম না রহে কিঞ্চিৎ ৷ লোকে অপযশ হয় শুনিতে কুৎসিত। নিত্য ধর্ম্ম শাস্ত্র মত এইত আছয়। প্রাণ দিয়া রাখিব শরণ-ষেবা লয়॥, এত বলি আপন দূত দিল পাঠাইয়া।, দণ্ডী নৃপতিরে ভীম আনিল ডাকিয়॥ o — তবে দণ্ডী নৃপতি ব্যাকুলিত চিতে। - উপনীত হৈল আসি ভীমের বিদিতে॥