পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-bペ ভীমসেন প্রতিজ্ঞায় অটল। বঙ্গ-সাহিত্য-পরিচয়। অর্জন বলিল তবে ভীমসেন ভাই। আমরা সকল আসিয়াছি তব ঠাই॥ অভিমনু্য.দেখহ এই তোমার গোচরে। 曇 聚 崇 来 দণ্ডীকে শরণ দিয়া রেখেছ আপনে। অপরাধী হৈলে ভাই গোবিন্দের স্থানে॥ তুমি কি না জান কৃষ্ণ ত্রিভুবন-পতি। জানিয়া শুনিয়া তোমায় হইল কুমতি॥ আমা সভাকার কর্তা দেব নারায়ণ। কত কত সঙ্কটেতে করিল তারণ॥ হেন কৃষ্ণ সঙ্গে কেন করি বিপরীত। সর্ব্বথা না হয় ভাই এ কর্ম্ম উচিত॥ মাএর আদেশ আর ধর্ম্মের বচন। সর্ব্বথা উচিত নাছি করিতে লঙ্ঘন॥ অৰ্জ্জুন-বচনে ভীম বড় ক্রোধ হইল। চক্ষু পালটিঞ তবে গৰ্জ্জিএ উঠিল। কি নীত বুঝাহ তুমি কি না আমি জানি। ক্ষেত্রি ধর্ম্ম ছাড়ি কহু কাপুরুষ-বাণী॥ যতেক দেখহ স্বষ্টি সংসার তাহার। কত কত সঙ্কটেতে কর্যাছে উদ্ধার॥ সর্ব্বত্র বান্ধব আমি কৃষ্ণ হেন জানি। অতুল ভরসা তার চরণ দুখানি॥ যে করে স্বজন স্বষ্টি সে করে পালন। সর্ব্বত্রেতে আত্মারূপে আছেন নারায়ণ॥ বড় বড় বিপত্তির সময় আমার। তাহার প্রসাদে আমি পায়্যাছি নিস্তার॥ হেন কৃষ্ণ সঙ্গে আমি দণ্ডীর কারণে। অবষ্ঠ করিব আমি যুদ্ধ তার সনে॥ এতেক বলিল যদি বীর বৃকোদর। ভীম সম্বোধিয়া কুন্তী করিল উত্তর॥ এ কথা উচিত নহে শুন পুত্র মোরে। ইহাতে আছয়ে দোষ জানহ বিস্তরে॥