পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b* কামদেবের উত্তর। মীন। কুর্ম্ম। বরাহ। নরসিংহ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভীমেব বচন কাম এতেক শুনিএ। কহিতে লাগিল তবে ভীমেরে বুঝাএ। শুন ভীম ভাল বুদ্ধি নহিল তোমারে। কৃষ্ণ প্রতি এত ক্রোধ কর বারে বারে ৷ যেই নারায়ণ হন সর্ব্বভূতে প্রাণ। স্বষ্টি-স্থিতি-পালনের কর্তা ভগবান। তুমি দৰ্প কর ভীম তাহার সহিতে। কৃষ্ণের মহিমা-গুণ শুন আমা হৈতে॥ প্রথমে ধরিলা প্রভু মীন-অবতার। জলেতে মজ্জিল বেদ করিল উদ্ধার॥ বেদ বিনে ধর্ম্ম কথা নাশ হয়ে ছিল। হেন বেদ উদ্ধারিয়া ধর্ম্ম রক্ষা কৈল। দ্বিতীয়েতে কুর্ম্মরূপ ধরি নারায়ণ। পৃষ্ঠেতে ধরিলা প্রভু সকল ভুবন॥ তাহার উপরে দেখ সংসারের ভার। মানসে মানব-দেহ হৈল নৈরাকার॥ সেই প্রভু গোবিন্দেরে কর মন্দ জ্ঞান। কুমতি হয়েছে তোমার বুঝিলাম মন॥ তৃতীয় বরাহরূপ ধরিয়া শ্রীহরি। জলে হৈতে তোলে পৃথ্বী দন্ত অগ্রে করি। দশনের অগ্রে প্রভু পৃথিবী ধরেছে। করিতে এ সব কর্ম্ম কার শক্তি আছে ৷ হিরণ্যাক্ষ হিরণ্য দৈত্যের নন্দন। ইঙ্গিতে জিনিল সেই এ তিন ভুবন॥ ইন্দ্র জিনিল স্বৰ্গে হৈল পুরন্দর। মর্ত্যলোকে গেল তবে সকল অমর॥ মহাদুষ্ট হিরণ্যাক্ষ মহাবলবান। যুদ্ধ করিবারে ভূমি চাইল নানা স্থান॥ ইঙ্গিতে লইল প্রভু তাহার জীবন। সেই প্রভু জগত-ঈশ্বর ভগবান॥ হেন গোবিন্দেরে ভীম কর অল্পজ্ঞান। 泰 臺 * 彝 泰 হিরণ্যকশিপু দৈত্য হৈল তার পরে। কশ্যপ-ঔরসে জন্ম দিতির উদরে॥