পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সূচীপত্র।
৶৹

মহাভারত ৬০৭৭৫৬ পৃঃ।

সঞ্জয়-রচিত মহাভারত (খৃঃ ১৪শ শতাব্দী) ৬০৭৬১৬ পৃঃ। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারত (১৪৯৫–১৫০০ খৃঃ) ৬১৬৬২০ পৃঃ। দ্বিজ অভিরামের মহাভারত (খৃঃ ১৫শ শতাব্দী) ৬২১৬২৭ পৃঃ। শ্রীকরণ নন্দীর মহাভারত (খৃঃ ১৫শ শতাব্দী) ৬২৮৬৩৩ পৃঃ। ঘনশ্যাম দাসের মহাভারত (খৃঃ ১৬শ শতাব্দী) ৬৩৩৬৪০ পৃঃ। রাজেন্দ্র দাসের মহাভারত (খৃঃ ১৬শ শতাব্দী) ৬৪০৬৫৮ পৃঃ। নিত্যানন্দ ঘোষের মহাভারত (খৃঃ ১৬শ শতাব্দী) ৬৫৯৬৬৩ পৃঃ। কাশীদাসী মহাভারত (খৃঃ ১৬শ শতাব্দী) ৬৬৪৬৯০ পৃঃ। গঙ্গাদাস সেনের মহাভারত (খৃঃ ১৬শ শতাব্দী) ৬৯১৬৯৩ পৃঃ। চন্দনদাস মণ্ডলের মহাভারত (খৃঃ ১৬শ শতাব্দী) ৬৯৪৬৯৯ পৃঃ। বিশারদের বিরাট-পর্ব্ব (১৬১২ খৃঃ) ৬৯৯৭০৪ পৃঃ। শ্রীনাথ ব্রাহ্মণের মহাভারত (খৃঃ ১৭শ শতাব্দী) ৭০৪৭০৭ পৃঃ। বাসুদেব আচার্য্যের মহাভারত (খৃঃ ১৭শ শতাব্দী) ৭০৭৭১০ পৃঃ। নন্দরাম দাসের মহাভারত (১৬৬০ খৃঃ) ৭১১৭১৬ পৃঃ। সারল কবির মহাভারত (খৃঃ ১৭শ শতাব্দী) ৭১৭৭২৬ পৃঃ। কৃষ্ণানন্দ বসুর মহাভারত (খৃঃ ১৭শ শতাব্দী) ৭২৬৭২৯ পৃঃ। দ্বৈপায়ন দাসের মহাভারত (খৃঃ ১৭শ শতাব্দী) ৭২৯৭৩১ পৃঃ। অনন্ত মিশ্রের মহাভারত (খৃঃ ১৭শ শতাব্দী) ৭৩১৭৩৪ পৃঃ। রামচন্দ্র খাঁর মহাভারত (খৃঃ ১৭শ শতাব্দী) ৭৩৫৭৩৮ পৃঃ। দ্বিজ কৃষ্ণরামের মহাভারত (১৭শ শতাব্দী) ৭৩৯৭৪২ পৃঃ। ত্রিলোচন চক্রবর্ত্তীর মহাভারত ৭৪২ পৃঃ। রামেশ্বর নন্দীর মহাভারত ৭৪৩ পৃঃ। লক্ষণ বন্দ্যোপাধ্যায়ের মহাভারত (১৮০৪ খৃঃ) ৭৪৩৭৫৬ পৃঃ।

ভাগবত ৭৫৭৯৫৯ পৃঃ।

গুণরাজ খান মালাধর বসুর ভাগবত (খৃঃ ১৫শ শতাব্দী) ৭৫৭৭৭৬ পৃঃ। মাধবাচার্য্যের ভাগবত (খৃঃ ১৬শ শতাব্দী) ৭৭৬৭৮৭ পৃঃ। কবিচন্দ্রের ভাগবত (খৃঃ ১৬শ শতাব্দী) ৭৮৮৭৮৯ পৃঃ। শ্যামদাসের ভাগবত (খৃঃ ১৬শ শতাব্দী) ৭৯০৮০৩ পৃঃ। রঘুনাথের ভাগবত (খৃঃ ১৫১০—১৫১৫) ৮০৩৮০৬ পৃঃ। রামকান্তের ভাগবত (খৃঃ ১৬শ শতাব্দী) ৮০৬৮০৮ পৃঃ। গৌরাঙ্গদাসের ভাগবত (১৭৬৮ খৃঃ) ৮০৯৮১১ পৃঃ। নরহরিদাসের ভাগবত (খৃঃ ১৬শ শতাব্দী) ৮১১৮৩৫ পৃঃ। কবিশেখরের কৃষ্ণমঙ্গল (খৃঃ ১৭শ শতাব্দী) ৮৩৫৮৩৭ পৃঃ। হরিদাসের মুকুন্দ-মঙ্গল (খৃঃ ১৭শ শতাব্দী) ৮৩৮৮৪০ পৃঃ। দৈবকীনন্দনের গোপাল-বিজয় (খৃঃ ১৭শ শতাব্দী) ৮৪০৮৪৬ পৃঃ। অভিরাম দাসের গোবিন্দ-বিজয় (খৃঃ ১৭শ শতাব্দী) ৮৪৬৮৪৯ পৃঃ। নরসিংহ দাসের হংসদূত (খৃঃ ১৭শ শতাব্দী) ৮৫০৮৬০ পৃঃ। অচ্যুতদাসের কৃষ্ণলীলা (খৃঃ ১৭শ শতাব্দী) ৮৬০৮৬৮ পৃঃ। রাজারাম দত্তের ভাগবত (খৃঃ ১৭শ শতাব্দী) ৮৬৯৮৯২ পৃঃ। গদাধর দাসের জগন্নাথ-মঙ্গল (খৃঃ ১৭শ শতাব্দী) ৮৯২৮৯৭ পৃঃ। দ্বিজ পরশুরামের ভাগবত (খৃঃ ১৭শ শতাব্দী) ৮৯৭৯০৭ পৃঃ। শঙ্কর দাসের ভাগবত (খৃঃ ১৮শ শতাব্দী) ৯০৮৯১০ পৃঃ। জীবন চক্রবর্ত্তীর ভাগবত (খৃঃ ১৮শ শতাব্দী) ৯১০৯২০ পৃঃ। ভবানন্দ সেনের ভাগবত (খৃঃ ১৮শ শতাব্দী)