পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—রামাই পণ্ডিত—খ্রঃ ১০ম-১১শ শতাব্দী। 之> তালর কাড়ি লাগে গুয়ার বাথারি ছিটনি তথির (১) উপর বেরাল পাটার গোটী শোভ করে লাগিব সে থরে থর॥ মউরর ছাইল ভাগুর ঘর। বেরাল পাটর লাগে পাটে। পিড়াঅ (২) শোভা করে সোণার কলস। তথি উড়ে নেতর স্থতি। সোণার কলস দিল নেতর পতাকা দিল যে তুলিয়া। (৩) টুই মুড়িআ নামএ এল বিশাস্তর। ধর্ম্ম চরণগুণে শ্রীযুক্ত রামাই ভণে হয় কবি অনাদ্যর দাস। অৰ্চনা করএ ভাব পূজ নিরঞ্জনে যদি হব ভব নদী পার॥ বার-মাসী। অৰ্ঘ্য-প্রদান। কোন মাসে কোন রাশি। চৈত্র মাসে মীন রাশি ৷ হে কালিন্দি জল বার ভাই বার আদিত্য ৷ হাতপাতি লহ সেবকর অর্ঘ পুপ্প (৪) পানি। সেবক হব সুখী আমনি ধামাৎ করি। (৫) গুরু পণ্ডিত দেউল্যা দানপতি (৬) সাংস্কর ভোক্তা আমনি। (১) তাহার। (২) পিড়াঅ—পৃষ্ঠে অর্থাৎ গৃহের উপরিভাগে। (৩) নেতর—নেকরার। অর্থাৎ রেসমী নেকরার পতাকা সোণার কলসের উপর তুলিয়া দিল। কলিকাতার জৈন মন্দিরে ঐরূপ দেখা যায়। (৪) পুষ্প। (৫) ‘সুখী’ পর্য্যন্ত বলিয়াই গাজন-সন্ন্যাসিগণ “আমনি ধামাৎ কন্নি’ উচ্চারণ-পূর্বক ধপ করিয়া পড়িয়া দণ্ডবং প্রণাম করে। (৬) দেউল্যা=দেবালয়ের অধিপতি। দানপতি—দাতা।