পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مادة বঙ্গ-সাহিত্য-পরিচয়। স্তব | সবিনয় স্তুতি, সবিনয় স্তুতি, করিয়ে প্রণতি অবনী লুটায় তনু। এ তিন ভুবনে কে চায় তোমার পানে, তুমি দীননাথ ঘন (১)॥ আদি অন্ত নাই, ভ্রমিয়ে গোসাঞ, কর পদ নাস্তি কায়া। নাহিক আকার, রূপ গুণ আর কে জানে তোমারি মায়া॥ জন্ম জর মৃত্যু কেহ নেহি সত্য যোগিগণ পরমাধ্যান। শূন্ত মূর্ত্তি দেব শূন্ত অমুক (২) ধর্ম্মায় নমঃ। আদ্যার বিবাহ। এই আদ্যাই চণ্ডী,—আর্য্যতার, ব্রজতারা প্রভৃতি বিবিধরপে উপস্থিত হইয়াছেন বলিয়া বোধ হয়। গাজন সমাপ্তির পূর্বদিবসে এই বিবাহ ব্যাপার। ইহাতে পুরোহিতগণ ও সাধারণ রমণীগণ যৌতুকস্বরূপ কিছু অর্থাদি প্রাপ্ত হন। শঙ্খ বসন লয়্য নারীগণ পরান আদ্যের তরে। স্ত্রীআচার করিয়া বরণ করিয়া ব্রাহ্মণে বেদ উচ্চারে। কনক বারি খানি আদ্যে নারায়ণি নিরঞ্জন সনে বিভা ৷ পরেশ পাথর পাদুকায় ধর সমর্পণ যে করিয়া॥ চৈদিগে যত মুনি বেদধ্বনি শুনে মঙ্গল উচ্চারে সুখে। মৃদঙ্গ জয়ঢাক জগবল্প পিনাক শঙ্খধ্বনি করে পূর্ব্বমুখে॥ দামামা দগড় মুষাবাদ্য বাজে কাসা সানিদায়ে গায় হরি। নারদ মুনিবরে গায়েন রে বীণা-স্বরে বেড়িয়া যত কুল-নারী॥ মধ্যে নিরঞ্জন পতিত-পাবন চৈদিগে যত দেব-বধূ। জুহার বাজনা করিয়া মঙ্গলা শুনিতে অতিশয় মধু। (১) ঘন—বুদ্ধ। (২) এই স্থলে অমুক অর্থে যে যে স্থানে যে যে ধর্ম্মরাজ আছেন র্তাহার নাম করিতে হইবে।