পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। 8& মহলক লাগিয়া গেল চলিয়া॥ তোক বলে বান্দী বাক্য মোর ধর। - দাইয়ানীর মহলক লাগিয়া গেল চলিয়া। দাইয়ানীক আনিল ডাক দিয়া॥ দোনো (১) ছেলার নাড়ী ছেদ করিল বসিয়া। ষত কিছু দান দিল দাইয়ানীক লাগিয়া॥ দাইয়ানী গেল মহলক লাগিয়া ৷ আজি আজি কালি কালি করিয়া সাত দিন হইল। সাত দিন পর্য্যন্ত রাজা সাদিন (২) কোরাইল॥ আজি আজি কালি কালি করিয়া দশ দিন হইল। দশ দিন পরে রাজা এ দশা (৩) করিল। ত্রিশ দিনে রাজা ত্রিশা করিল সঙ্কীর্তন করিবার লাগিল ৷ জ্ঞাস্ত সকল আসিয়া যজ্ঞ করিল। যত জ্ঞাস্তা সকলক ভোজন করাইল॥ তদ ঘড়ী ময়নামতী মৎস্ত পরশ করিল। আজি আজি কালি করিয়া এক বৎসর হইল॥ এক বৎসর বাদে এক দিন আসিল। আজি কালি করিয়া পাচ বৎসর হইল॥ গুরুর নিকটে পড়িবার দিল॥ চারি কলমে রাজাক লিখা শিখাইল। আজি কালি করিয়া সাত বৎসর হইল॥ নাম রাজার তখনই রাখিল। মাণিকচন্দ্র রাজার বেটা গোপীচন্দ্র (৪) খুইল। তাহার ছোট ভাইয়ের নাম খেতুম্বা লঙ্কেশ্বর। (১) দোনো = দুই; নিজের পুত্র এবং পথিমধ্যে প্রাপ্ত কাঙ্গালের পুত্র, যাহাকে ময়নামতী গ্রহণ করেন এবং লঙ্কেশ্বর, খেতুয়া ও নেঙ্গ এই তিন ভিন্ন ভিন্ন নামে যিনি এই গানে অভিহিত। (২) সপ্তদিনের উৎসব। (৩) দশদিনের উৎসব। (৪) গোবিন্দচন্দ্রকে সাধারণ ভাষায় গোবিচন্দ্র এবং তৎপরে শুদ্ধ করিয়া গোপীচন্দ্র করা হইয়াছিল। গোবিন্দচন্দ্র ( ১১শ শতাব্দীর শেষ ভাগে ) দক্ষিণাত্যের বিজয়ী রাজা রাজেন্দ্র চোলের হস্তে পরাস্ত হন। এই গোপীচন্দ্র ও গোবিন্দচন্দ্র যে অভিন্ন-ব্যক্তি তাঙ্গ দুর্লভ মল্লিক-কৃত গোবিন্দচন্দ্রের গান পাঠ কৰিলেই জানা যাইবে। ময়নামতীর একটি পরিত্যক্ত বালককে গ্রহণ। গোপীচন্দ্রের শৈশব, শিক্ষা, বিবাহ।