পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। 8న নারী হেৰু চাকন চিকন পুরুষ কৈস্থা ওড়া। দশ গিরস্থ বলিবে অতিথ নারী চোরা। (১) নারী চোরা অতিথ বৈলে গিরস্থ না দিবে ঠাঞি। তোর আমার বড়ুয়ার বেটী (২) কহিবার সঞ্জাত নাই ৷ রাণী বলে শুন রাজা বিলাতের নাগর। এক নিবেদন করি তোমার বরাবর॥ তোমার নাকাল (৩) রাম থিলিকা (৪) গলার মাঝত দিয়া। তোমার নাকাল ডোর কেীপীন বান্ধিমু ভিড়িয়া॥ দুই তিন বান্ধিমুনেতে ঘেরা দিয়া। ছামুর ছয়ট দন্ত ফেলাইমু ভাঙ্গিয়। (৫) আউটাক মাথার কেশ মুঞি ফেলামু মুড়িয়া॥ হাতত তুম্বা গলাত কৈস্থা উদাসিনী হমু। তোমার পাছে পাছে গিয়া ভিক্ষা মাগি খামু। হামের বাশারে মন মজান্তরে রয়ে রয়ে নয়ান ঝুরে॥ ধুম্বা। রাজা বলে জয় বিধি ঠেকিন্তু মায়াজালে। কি আমার প্রেমটা হইল স্ত্রীলোকের সঙ্গে। মোর সঙ্গে যাবু না অতিথর সঙ্গে যাবে। সেটে আচ্ছ (৬) বনর বাঘ দুৰ্জ্জন বাঘর ভয়। স্ত্রী আর পুরুষে যদি পথ বহিয়া যায়। হেন দুঃখে বোনর বাঘে স্ত্রীক ধরিয়া খায় ৷ থাবে আর না থাবে বাঘে ফেলাইবে মারিয়া। কেনে আর মরিবি তুই অতিথর লগে যাইয়া॥ খল খল করিয়া কহা হাসিবার লাগিল। কে কয় এ গুলা কথা কে আর পইতায়। (৭) (১) স্ত্রী যদি সুন্দরী হয় এবং পুরুষ যদি কন্থাধারী ভিক্ষুক হয়,— অর্থাৎ গোপীচাদ সন্ন্যাস অবলম্বন করিয়া যদি তুন্দরী স্ত্রী সঙ্গে লয়েন—তাহা হইলে দশ ঘরের গৃহস্থগণ বলিবে যে এই অতিথি ( সন্ন্যাসী ) স্ত্রী-হারক। SS SSSSSS BBB BBB BBS SS BBBB B BBBBS BBS BBBS (৪) সন্ন্যাসীদের ব্যবহার্য্য লম্বায়মান গাত্রাবরণ (অঙ্গরক্ষা), অর্থাৎ হাত-কটা এক রকম লম্বা জামা। (৫) সন্মুখের দাত ছয়টা ভাঙ্গিয়া ফেলিব। (৬) সেটে = সেখানে। আচ্ছ=আছে। (৭) প্রত্যয় করে। o রাণীর প্রত্যুত্তর। রাজার ভয়-প্রদর্শন। রাণীর উত্তর।