পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—ময়নামতীর গান–১১শ-১২শ শতাব্দী। ৯৭ গোপীচন্দ্র রাজার সভাবর্ণন। রাজমাতা ময়নার সভায় আগমন। মাতা-পুত্রে বাদানুবাদ। মাতার প্রতি গোপীচন্দ্রের কলঙ্কারোপ। বুঝান খণ্ড। আপনার মহলে রাজা হরষিত মন। রাজার সভা। আপনার দরবার লাগি করিল গমন॥ বসিল ধর্ম্মী রাজা সভার মাঝারে। চতুর্দ্দিগ বিরি নিল বৈষ্ঠ বামনে॥ মহারাজার গুরু আইল বামন গণ্ডি ঘর। কবি গাইতে আইল রাজার ভাট দুর্গাবর॥ বুজান্তের কষ্টে বসিল হরি পুরন্দর ৷ হাতে পদ্ম পাএ পদ্ম রাজার কপালে রতন জলে। গলায় রতনের মালা রাজার টল মল করে॥ আরণি (১) ধরিআ আইল আত্মতি কোঙর (২)। জলের ঝারি নিয়া আইল জুলাই সেঙ্কর ৷ তামাকু ধরিআ আইসে খাস মলমল। পাণের বাটা ধরিয়া আইসে খেতুয়া লঙ্কেশ্বর। বাও (৩) করিবার লাগিল রাজার হেমাই পাত্তর॥ পূর্ব্ব দরবারে বৈসে চাদ সদাগর। উত্তর দিকে দরবার বৈসে রাজা জন্ধেশ্বর॥ পশ্চিমে দরবার বৈসে পীর পএগম্বর। দক্ষিণে দররার বৈসে বালা (৪) লক্ষ্মীন্ধর॥ সমুথে দরবার বৈসে গুরু বামুনের ঘর॥ রাইঅক্সাত জনে একবার বৈসে সারি সারি। রাজ্যের হিসাব দেয় বীরসিং ভাণ্ডারী॥ ভরা কাছারি রাজার করে ডাম্বা ডোল। এই শোর শুনিতে পাইল ময়না সুন্দর ৷ ধেআনের (৫) বুড়ী ময়না ধোআন করিল। ময়নামতীর আগমন। ধেয়ানেতে ছাইলার সন্ন্যাস ধরা পাইল। (১) আরঙ্গী = রাজচ্ছত্র। (২) কুমার। (৩) বাতাস ৷ (৪) বালক। (৫) ধ্যানশালা।

  • 5