পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের গান–রামাই পণ্ডিত-গ্লুঃ ১৩শ-১১শ শতাব্দী। Ꮌ Ꮌ☾ মুড়গিরি পকত যোড়িআ পালই (১) দিআ। হনুমান মহাবীরে পহরী রাখিয়া। ভীম খেত্তী হরে গিএ সব জানাইল। যত ধান ছিল পরাভূ সকলি দাইল। ছকবার গাঙ্গেত বহুত খানি জোলি। ভীম খেী ধান দাইলেন আড়াই হালি। শুনিআ ক্রোধিত হইল হর মহাশয়। শুকু ভীম থেত্তী সে ধানে আগুনি ভেজাএ॥ ভীম তবে বরুণর (২) সার্থী (৩) যে রাখিল। হিঙ্গুলা দেবীক ভীম সঙ্গেত লইল। আগুন দিল ধান পোড়ে সবেগে উঠএ ধূঞা। পালোএতে আগুন দিয়া পলাইল ভীমা॥ আড়াই হালি ধান পুড়এ আদশ বছর। দেবী স্থত কাট এ দেখএ ধূঞাত অম্বর॥ চুঞ পড়া আঘাণ (৪) দেবী পাইল তখন। দেবতা সভাত গিঅ' দিল দরশন॥ বিস্তর দুখেত পরাভূ জনমাইল ধান। ভীমক চাই বা আন পটল তাউলর আন॥ তিন পুখুরীর জল চাই গণ্ডষেকে। সাত পুখুরীর জল চাই এক নিশাসেকে। (৫) কিরূপেত রক্‌খা পাইব সব লোক। এ সকল শুনিএঃ হরর হৈল শোক॥ ইন্দর বলিআ হর পাড়িল হুঙ্কার। ছিন্থটি রক্খা (৬) কর ইন্দর হৈল ছারখার॥ স্বীর কুণ্ডর ধীর অমত কুণ্ডর পানী। অমত বরিষণ ইন্দর করিল আপুনি॥ গোসাঞি দিলেন তবে বিউনীর বাজ (৭)। যত ছিল ছার পাশ উড়িআত যায়॥ (১) স্ত,প। (২) বরণকে। (৩) সাক্ষী। (৪) চুচা=তুষ। পড়া=পোড়া, অর্থাৎ ধান পোড়া। আঘাণ = আঘ্রাণ= ভ্রাণ। (৫) এক নিশ্বাসে অর্থাৎ শ্বাসত্যাগ না করিয়া ৭ পুষ্করিণীর জল আনিয়া দেওয়া চাই। (৬) স্বষ্টি রক্ষণ। (৭) বিউনীর = ব্যজনের। বাম = বাতাস