পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবায়ন—রামকৃষ্ণ–১৭শ শতাব্দী। >ミQ ধরিয়া ময়ূৱমূর্ত্তি যায় গুড়ি গুড়ি। বটবৃক্ষ দেখিয়া বসিলা গিয়া উড়ি॥ ধর্ম্ম অন্তৰ্ধান হৈলা চাহি বোলে দূত। একাদশ রুদ্র তথা দেখিল অদ্ভুত॥ দেখিল প্রমথগণ শঙ্করের বেশ। তেকারণে তা সভার না করিলা ক্লেশ॥ দক্ষের দৌহিত্র সেই একাদশ রুদ্র। মহেশের অংশে জন্ম সভে মন্ত্র-পুত্র। মার মার করি ডাকে কালক (১) দুৰ্জ্জয়। মার মার যতেক দক্ষের সহায় ৷ চন্দ্র সূর্য্য দেখিয়া প্রমথগণ ধায়। স্বতন্ত্র হইলে তুমি বুঝি অভিপ্রায়॥ হরনেত্রে জন্মিয়া ভুলিলে অল্প লাভে। এ যজ্ঞে আসিতে তোমা সভারে না শোভে॥ হেন কালে সরস্বতী চলিছে একাকা। প্রমথ ফেলিয়া মারে লোহার সিঠিক॥ নাসা-পথে বন্ধ হৈল দেবী পাইল ব্যথা। অদিতি পলাইয়া যায় দেবতার মাত॥ ওষ্ঠপুট তাহার ছেদন কৈল চক্রে। দেখিয়া বড়ই দয়া উপজিল শক্রে ৷ গৰ্জ্জিয়া প্রমথগণ সহ মুররাজ। প্রমথগণের সহ হয় ঘোর যুঝ ৷ মার মার বলি ডাকে শিব-সেনাগণ। জাপটি ধরিয়া ইন্দ্রে করিল তাড়ন॥ যথোচিত তিরস্কার দেবরাজে কৈল। মহাভয়ে দেবরাজ পলাইয়া গেল॥ পুনরপি ধর্ম্মেরে ধরিলা সব সেনা। মহাবেশে ধরি করে করিয়া গৰ্জ্জন॥ শুন শুন অরে ধর্ম্ম মুর্থ তোরে বলে। পাপস্থান ত্যাগী তুমি কহেন সকলে॥ এই দক্ষ মহাপাপী শিবনিন্দ কৈল। ইহার স্থানেতে তোমার অধিষ্ঠান হৈল। (১) মহাকাল।