পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবায়ন—রামকৃষ্ণ–১৭শ শতাব্দী। 〉ー午 দেখিয়া কৃষ্ণের দন্ত প্রমথের হৈল কম্প স্থগিত হইল সর্ব্বজন। হেন কালে মহাকাল হয়্যা মহাকোপানল আসিয়া দিলেন দরশন॥ আসিয়া প্রমথ-সেনা প্রথমে দিলেক হানা ব্যতিব্যস্ত কৈলা দিকৃপালে। শিলা ধূলা অস্থি মুণ্ড পূরিল যজ্ঞের কুণ্ড অগ্নি দেখি নিবাইল জলে॥ তুষ্ট হৈলা সেনাগণ জিজ্ঞাসিল জনে জন কোথা দক্ষ শিবের নিন্দক। যেই জন অপরাধী তারে শীঘ্র আন বান্ধি অন্তেরে নিগ্রহ নিরর্থক ৷ কালের আদেশ পায়্যা রুদ্র-সেনা গেল ধায়্যা দক্ষেরে বান্ধিতে নাগপাশে। নাগেরে গিলিল তাক্ষ্য (১) নিকটে পাইয়া ভক্ষ্য রামকৃষ্ণ দাস রস ভাষে॥ দক্ষের শাস্তি। দেবতা পালাইয়া যায় তেত্রিশক কোটি। মহাকাল ক্রোধেতে দক্ষের ধরে ঝুটি ৷ বলিতে লাগিলা দুই হস্ত বান্ধি পীঠে। পিপীলিকার পাখ দক্ষ মরিবারে উঠে ৷ শঙ্করের সহিত তোমার পাঠান্তর। দেব-যজ্ঞ কর তুমি ন মান ঈশ্বর॥ যেই মুখে সদাশিবে তুমি দিলে গালি। নরক-কুণ্ডেতে সেই মুখ ছিণ্ডি ফেলি। রসন ছিণ্ডিয়া বিলাইব কাক চিলে। কাড়াকড়ি করি যেন অন্তরীক্ষে গিলে॥ এতেক বলিয়া মারে শতেক চপেট। খসিল দক্ষের মুখ ললাটের হেট। নাক চক্ষু উপাড়িল ভাঙ্গিল দশন। রসন খসিয়া পাড়ে ছিণ্ডিল শ্রবণ॥ কপাল চিবুক মুগু হৈল তার গুড়া। পড়িলেন দক্ষ যেন পাণ্ডুয়া কুমুড়া॥ (১) গরুড়।