পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের গান—দ্বিজ কালিদাস—কালিকা-মঙ্গল — ১৮শ শতাব্দী। ১৪১ বলে সবে দেখ বেয়ে মৈল বেটা মারি থেয়ে নষ্ট বেটা দুষ্ট কথা কয়। এত কয় গিরিবর হএ ক্রোধিত অন্তর তিরস্কার করে হরে কত। কোপে কহে কিঙ্করে মুষ্টি ভিক্ষা দিএ এরে ধাক্কা মেরে করহ নিৰ্গত ৷ হিমে বলেন ত্রিপুরারি কিবা ভিক্ষা দিবে গিরি অন্ত-ভিক্ষ-উপজীবী নই। যদি হয় পুণ্যবান কন্ত-রত্ন কর দান মর্ম্ম-দুঃখে সাম্য তবে হই ৷ হরের উত্তর শুনে গিরি মহাকোপ-মনে হরে কটু কহে কত কব। বলে বেটা এত জোর একটা চড় মেরে তোর কথা বাঘছাল কেড়ে লব॥ হাসি বলেন ত্রিপুরারি শুন শুন শুন গিরি o কাথা ঝুলি সব তুমি লয়। ইছা আমি নাই চাই কেবল হব জামাই মম বামে গৌরীরে বসায়॥ এইরূপ বাক্যব্যয় গিরি শঙ্করেতে হয় পুথি বাড়ে সকল লিখিতে। গিরি ভাবে একি হল সন্ধ্যা পূজা বএ গেল সন্ন্যাসীর সঙ্গেতে দ্বন্দ্বেতে॥ গিরি করিল বিচার। ইহার যে প্রতিকার করে যাব সন্ধ্যাপূজা করে। এক্ষণেতে এ বেটারে বান্ধিয়া যুগল করে কুজি (১) দিএ বন্দী করি ঘরে॥ এতেক ভাবিএ পরে বন্ধন করি এ হরে গঙ্গা-স্নানে গেলা গিরিবর। ত্রিপদীর ছন্দ ধরে পাচালীর মত করে বর্ণন করিল দ্বিজবর॥ (১) কুন্দ_= এক রকম যন্ত্রণাদায়ক যন্ত্র। প্রাচীন কালে অপরাধীদিগকে কু দে আবদ্ধ করার কথা শুনা যায়।