পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృVరి বঙ্গ-সাহিত্য-পরিচয়। তা দেখা দেবীরে ধাওয়াইয়া লইয়া ষায়। পশ্চিম দিক বল্য তীরে ধর্য লইয়া যায়। কিছু ন কত তরিল দিক পশ্চিম। এইরূপ পূর্ব্ব, দক্ষিণ ও উত্তর দিকের বর্ণনায়ও যথাক্রমে সূর্য্য-দিবাকর, ক্ষীরনদীসাগর’ ও ‘হিমালয়-পর্ব্বতের নামোল্লেখ পূর্বক পঞ্চ-প্রণামের রীতি আছে। বিবাহ-আসরে শিব। শিৰ চইলাছেন বিয়ার বেশে নীরদ বাজায় বীণ। পাড়াপড় শী দেখতে এল বিয়ার কথা শুইনা। টিপ্‌ ঢিপ ডম্বুরা যাজে শিঙ্গায় গুণ গুণ করে। খৈস্ত পড়লে স্ত্রগোচর্ম্ম (১) শিব ল্যাঙ্গ টা হইয়া নাচে। মেনকা সুনরী এল জামাই দেখিবারে। পাগলা জামাই দেখা সবে আউয় ছিয়া (২) করে। কিব৷ আকৃতি জামাইর কিবা জামাইর রূপ। দুইটা চক্ষু ফুইডা (৩) রইছে পঞ্চখানি মুখ। না দিব গৌরারে বিয়া কার বা বীপের ডর। ডঙ্কা মাইরা (৪) পাগল জামার বাড়ীই বাইর কর। মহাদেবের বিবাহে এয়োগণ। প্রথমে আসিল আইয়ে (৫) তার নাম যশি। সাত হাত কাপড় তার তের হাত দশি (ঙ)। তার পরে জাসিল আইয়ো তার নাম উমা। এক ঘরে রান্ধে বারে সাত ঘরে দে ধূমা। তার পরে আসিল আইয়ে তার নাম হীরা। একবারে থাইতে পারে যাইট মণ চিড়া। যাইট্র মন চিড় খাইয় প্যাটে (৭) বুলায় হাত। আরো সে খাইতে পারে ষাইট নিতার (৮) ভাত। তার পরে আসিল আইয়ে তার নাম অন্ত। ঘরেখা (৯) বাইরাইতে তার চালে বাজে (১০) দন্ত। ইহার পর গ্রাম্য গদ্য-ভাষীয় গরু-কেনার একটা গল্প আছে। মৃতপ্রায় গরু দুইটীকে “আইর্য বইর্যা” লইলে ( অর্থাৎ, অর্ধ-মঙ্গল ও বরণ করিয়া লইলে ) তাহারা সবল হইর উঠে। তৎপর তাহার ব্যাস্ত্রকর্তৃক আক্রান্ত হইলে গ্রামবাসিগণ ব্যাঘ্রটকে বধ করিয়া তাহাদের উদ্ধার সাধন করে; কিন্তু পরিশেষে উহাদের চর্ম্ম উঠাইয়া লইর শিবঠাকুরের নিকট রাখিয়া দেয়। ইহার পর শিবপূজার জন্ত ফুল-তোলার ব্যাপার। (১) খস্তা=খসিয়া। স্ত্রগোচর্ম্ম= মৃগচর্ম্ম। (২) ছি ছি রব। (৩) ফুটিয়া। (৪) এই স্থলে “ছাগল মারা এইরূপও একটী পাঠান্তর আছে। বরিশালের রমণীগণ শেষোক্ত এই দুইটা ছত্র আবৃত্তি করিয়া অনেক সময়ে ছেলেমেয়েদিগকে ঘুম পাড়াইয়৷ থাকে। (৫) এয়ে রমণী। (৬) দশা= অঞ্চল-প্রান্তের সুত্র। (৭) পেটে। (৮) নিমন্ত্রণের। (৯) ঘর হইতে। (১০) বাধে।