পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল। কতকগুলি বিষয়ের ঐক্য দৃষ্ট হয়; যথা,–(১) ব্রাহ্মণের মধ্যে যাহা কিছু প্রভাব তাহা দৈবজ্ঞ আচার্য্যের; (২) উভয় গীতিতেই “মহাজ্ঞানের অপূর্ব্ব ক্ষমতার কথা; (৩) হিন্তাল বা হেঁতালের লাঠী যেরূপ চাদ সদাগরের হস্তে দেখিতে পাই, সেইরূপ হাড়ি সিদ্ধার হাতেও দেখিয়াছি; (৪) যে মিনপবনের নৌকার কথা আমরা মাণিক চাদের গানে পাইয়াছি, চাদ সদাগরের মধুকর ডিঙ্গাও সেই মন-পবনেই গঠিত। অবশু এ কথা স্বীকার্য্য যে, মনসাদেবীর ব্রাহ্মণ-উপাসকগণ পরবর্তী যুগে তাহার গীতি অনেকটা পরিমার্জিত ও হিন্দুভাবাপন্ন করিয়া তুলিয়াছেন। প্রাচীন মনসামঙ্গল কাব্যে দৃষ্ট হয়—মনসাদেবীর নিকট অপরাপর বলির সঙ্গে হংস, কবুতর ও কচ্ছপ বলি পড়িত এবং তাহার নৈবেদ্যের মধ্যে অপরাপর সামগ্রীর সঙ্গে হংস-ডিম্বও থাকিত। মনসাদেবীর বঙ্গীয় স্তোত্রে দেবীর পূর্ণাঙ্গ-বিগ্রহের বর্ণনা এইরূপ — দেবীর দুই পাশ্বে জালু ও মালু ভ্রাতৃদ্বয়; তাহার বাম পার্শ্বে নেতা ও দক্ষিণে সুগন্ধ। এই ভাবের বর্ণনা কোন হিন্দু পুরাণে আছে বলিয়া আমরা জানি না। মনসাদেবীর গীতি পূর্ব্বোক্ত নানা কারণে বৌদ্ধযুগেই স্বচিত হইয়াছিল বলিয়া আমরা বিশ্বাস করি। বেহার অঞ্চলেই এই গানের আরম্ভ পরিকল্পিত হইয়াছিল, যদিও বা একথা আমাদের স্বীকার করিতে হয়, তথাপি বঙ্গদেশে, বিশেষতঃ পূর্ব্ববঙ্গে, যে, মনসামঙ্গলের পূর্ণ বিকাশ হইয়াছিল, তাহা সর্ব্ববাদি-সম্মত। বিজয় গুপ্ত ১৪৭৮ খৃঃ তাহার মনসামঙ্গল কাব্য রচনা করেন। তিনি লিথিয়াছেন—কাণা হরিদত্তই বঙ্গীয় মনস-মঙ্গল-রচকদের অগ্রণী। তিনি আরও লিখিয়াছেন যে, তাহার সময়ে কাণ হরিদত্তের গীতি কালক্রমে একরূপ লুপ্ত হইয়া গিয়াছিল। কাণ হরিদত্ত যে বিশেষ প্রসিদ্ধ লেখক ছিলেন, তাহার অন্ততর প্রমাণ এই যে, পরবর্তী কালে পুরুষোত্তম প্রভৃতি কবিগণ তদীয় পদাঙ্ক অনুসরণ করিয়া কাব্য রচনা করিয়াছেন ও ভণিতায় তাহা স্বীকার করিয়া কৃতার্থ হইয়াছেন। ঈদৃশ প্রসিদ্ধ ব্যক্তির কাব্য লুপ্ত হইতে অনুন ২৫-৩০০ শত বৎসর অতিবাহিত হইবার কথা। তাহা হইলে কাণ হরিদত্ত ১২শ শতাব্দীর শেষভাগে তাহার কাব্য রচনা করিয়াছিলেন বলিয়া আমরা অনুমান করিতে পারি। কাণ হরিদত্তের পরে নারায়ণ দেব অনুমান ১২৪৬ খৃঃ তাহার মনসামঙ্গল রচনা করেন। ময়মনসিংহের বুঢ় গ্রামে নারায়ণ দেবের বংশধরগণ বাস কৰিতেছেন। র্তাহার নারায়ণ দেব হইতে অধস্তন বিংশ পর্যায়ে অবস্থিত। সম্ভবতঃ নারায়ণ দেবের পরে ১৫৭৫ খৃঃ শাণ্ডিল্য গোত্রীয় বন্দ্যঘট গাই চক্রপাণির অধস্তন ১৭৩