পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—নারায়ণ দেব—১৩শ শতাব্দী। ᎼᏄᏄ ভুবন মোহন বিপুল লখাইর কাছে। চাচর জিনিয়া শোভে দিব্য মাথার কেশে॥ স্বামী উরে করি নারী শুই আছে আশে। আজি রাড়ী হৈব বেউলা শ্বশুরের দোষে। সকল শরীর ঘুনি চাহে ঠাই ঠাই। তিল প্রমাণ দোষ লখাইর অঙ্গে নাই॥ নারায়ণ দেবে কহে মনসা চরণে। কেমতে ধরাইব কাল মাএর পরাণে॥ দংশনান্তর লখীন্ধরের পরিতাপ। চমকিয় উঠে লখাই শয্যার উপর। বিপুল বিপুল (১) করি ডাকে লক্ষ্মীন্ধর॥ উঠ উঠ বিপুল যে কত নিদ্রা যায়। কাল নাগে আমা খাইল চক্ষু ভরি চায়। না হৈল মাস পক্ষ দিন দুই চারি। কাল রাত্রি পদ্মাবতী তোরে কৈল রাড়ী ৷ নারীকুলে জন্মি তুই কি ফল করিলি। প্রভু লৈয়া এক রাত্রি মুখে না বঞ্চিলি ৷ আহ্মার মরণে তুই না জীবে পরাণে। তুমি হেন অভাগিনী নাহি ত্রিভুবনে॥ ষত কর্ম্ম অধর্ম্ম করিলি গুরুতরে। সেই দোষে তোমা ছাড়ি যায় লক্ষ্মীন্ধরে॥ উঠ উঠ বিপুল যে কত নিদ্রা যাও। পাপিষ্ঠ বিষের জালে মুখে না আইসে রাও ৷ মায় সোণাই (২) না জীব আমার মৃত্যু শুনি। যোগী হইয়া বাহের হৈব মনের আগুনি॥ আমার মরণে হৈব মাএর মরণ। অঙ্গ কষ্ট করি মাএ তেজিব জীবন॥ আহ্মা শোকে জননীএ তেজিব অন্ন পানী। আহ্মার মরণে মায় হৈব পক্ষিণী॥ আহ্মার মরণে মায়ু সিন্ধু দিব বাপ। আহ্মার বিয়োগে মাও হৈব বহু তাপ॥ (১) বিপুল = বেহুলা। (২) মাতা সোনকা। 39