পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 موالا বঙ্গ-সাহিত্য-পরিচয়। সেই সে কারণে দুঃখ রছিলেক মোর। তে কারণে ক্রোধে প্রভু না দেয় উত্তর॥ যদি ক্রোধ থাকে প্রভু দেয় তবে ফল। ক্রোধ ভাঙ্গি তোহ্মার মন জুড়াউক সকল। মহা ক্রোধে নিদ্রা যায় কোন দোষ পাইয়া। বারেক উত্তর দেয় অভাগিনী চাইয়া। মুখে মুখ দিয়া বিপুল মহাশোকে কান্দে। অন্ধকার কৈল যেন পূর্ণিমার চাদে। আহা প্রভু করি কান্দে বিপুল সুন্দরী। নিদ্রা অচেতন সব দ্বারা প্রহরী॥ কবি নারায়ণে কহে সরস পাঁচালী। বিপুলার বিলাপ শুন এক লাচাড়ি॥ শুন প্রভু বণিক্য কুমার। সকল মোহিত রূপ দেখিএ তোমার॥ শচী রতি দ্রৌপদী যে রন্তা রুক্মিণী। তোমা আমি রূপ দেখি বোলে ধনি ধনি (১)॥ সুরাস্থর গন্ধর্ব্ব মনুষ্য সর্ব্বজন। তোমা রূপ দেখি তারা পাসরে আপন॥ এ হেন যৌবন ব্যর্থ হইল তোমার। রাহু গ্রাসিল যেন চান্দ পূর্ণিমার॥ অকাল মরণ বিধি লিখিল কপালে। কান্দএ বিপুল দেবী লখাই লইয়া কোলে ৷ নারায়ণ দাসে কহে মনসার চরণ। লখাইর মরণ হৈল কাল-রাত্রি (২) দিন॥ এহি শোকাকুলে বিপুল তেজিব জীবন। বিলাপ করিয়া বিপুল করএ ক্রন্দন॥ আহা প্রভু নর্থীন্ধর প্রাণ সম-সর (৩)। তোমারে পাইয়া হৈলুম আনন্দ বিস্তর॥ তুমি প্রভু বিনে মুঞি জীব কি কারণ। তোমা লইয়া ভাসিমু যে এ তিন ভুবন॥ (১) ধন্ত ধন্ত। (২) বিবাহ-রাত্রি হইতে তৃতীয় রাত্রিকে কাল-রাত্রি বলে। (৩) সমতুল্য।