পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। বিপ্র নহেন শিব হাতেত ত্রিশূল। ক্ষত্রিয় না হয় তার মাথে জটাচুল ৷ বৈষ্ঠ নহে ধন-রত্ন নাহি আপনার। শূদ্র নহে নাগ-স্বত্র গলায় তাহার॥ ব্রহ্মার মস্তক কাটি করে পাপ-কর্ম্ম। কপাল লাগিয়া রৈল নাহি কুলধর্ম্ম॥ চিতাভষ্ম অঙ্গে মাখে সদা দিগম্বর। গলায় হাড়ের মালা কণ্ঠে বিষধর॥ অমঙ্গলশীল তার ভুবনে বিদিত। হেন জন যজ্ঞকালে নহেত উচিত॥ তাকে নিমন্ত্রণ করি নাহি মোর কায। সকল জামাতাগণে পাইবেক লাজ॥ এত শুনি দধীচি ঢাকিল দুই কাণ। শুনিয়া শিবের নিন্দ হরিলেক জ্ঞান ৷ কতক্ষণে স্থির হইয়া দিলেক উত্তর। কিবা যজ্ঞ কর তুমি কেবল বর্ব্বর। অখিল ভুবনেশ্বর নাহি চিন তারে। কোন দেবে পরিবেক যজ্ঞ রাখিবারে॥ নিশ্চয় জানিও আমি কহিনু স্বরূপে। কোট ব্রহ্মা বিষ্ণু যার ভাসে লোমকূপে। হেন শিব না আসিছে যজ্ঞ মহোৎসবে। ই যজ্ঞ করিবে নাশ শিবের ভৈরবে। এথাতে থাকিয়া মোর নাহি প্রয়োজন। ই বলিয়া মুনিবর করিল গমন॥ হরি-হর। প্রণমছ হরিহর অদভূত কলেবর শুশম শ্বেত একই মুরতি। অভেদ ভাবিয়া লোকে দেখিছে অতি কৌতুকে মরকতে রজতের জ্যোতি॥ দক্ষিণ শরীরে হরি বাম অঙ্গে ত্রিপুরারি আাধ আধ একই সংযোগে। ধন্ত লোকে দেখে হেন গঙ্গা যমুনা যেন মিলিয়াছে সঙ্গম প্রয়াগে ৷