পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২০ বঙ্গ-সাহিত্য-পরিচয়। দীৰ্ঘে সহস্র গজ স্থত মাপি কৈল ধ্বজ মধ্যে দিল তের তাল উভে। যথা তথা ভরা লৈলে মনসা চক্রান্ত কৈলে সাগরে যে কাড়ার না ডুবে। ডিঙ্গা পত্তন করি কাবাই (১) পাইল গিরি (২) তার খাড় (৩) পাইল জনে জনে। বিশ্বকর্ম্ম অধিষ্ঠান ডিঙ্গা করে নির্ম্মাণ আনন্দে গঠয়ে রাত্রি দিনে॥ মন-পবন কাষ্ঠে সন্ধিতে লাগায় পুষ্ঠে লোহার গজাল হানি তারে। দঢ় করি গড়ে তল৷ বাইনে বাইনে রাং ঝালা লোণ পানী ছইতে না পারে॥ তলী গড়ি কৈল সারা লাগায় হাটুয়া গোড়া পীঠপাত লাগায় ঝাপ দিয়া। মাথা (৪) কাষ্ঠ দিল তাত সোণ-রূপার পারিজাত লাগাইল সন্ধি চাহিয়া॥ মধ্যে করি রাজাসন চেরয়াট (৫) বিলক্ষণ ঝলম (৬) গড়িল সারি সারি। মালুম কাষ্ঠ (৭) দিল গাড়ি পাতয়াল (৮) ঝোকা বাড়ি (৯) চারা পল্লব কত করি॥ - সুবিচিত্র ছই ঘর সারি সারি চামর নেতের দোলনী নানা ছন্দ। ডিঙ্গার দিলেক আঁখি সোণ-রূপার চুমকী কপালে বিরাজ করে চান্দ॥ নানা রঙ্গ-কুতূহলে ডিঙ্গা নামাইল জলে দেখে সাধু হরষিত মনে। গিরিবর পাইল ঘোড় আর সবে নেত ধড়া বংশীবদন দ্বিজে ভণে॥ (১) বুককীটা জামা। (২) শিল্পীর নাম। (৩) পূর্ব্বে মজুর ও শিল্পীদিগকে রূপা বা অন্ত কোন ধাতু নির্ম্মিত খাড় (হস্ত ও পদের অলঙ্কার-বিশেষ) দিয়া পুরস্কার করিবার প্রথা ছিল। (৪) নৌকার গলুই। (৫) নৌকার গলুই-সংযুক্ত কাষ্ঠ-বিশেষ। চলিত ভাষায় “চরাট” বা “পাটাতন”। (৬) কুলান কৃত্রিম পুষ্পমাল্য। (৭) নৌকার তক্তা আবদ্ধ রাখিবার জন্ত কাষ্ঠ। (৮) হাইল। (৯) নৌকার হাইল-সংলগ্ন কাষ্ঠ-বিশেষ।