পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ বঙ্গ-সাহিত্য-পরিচয়। মা বাপ মৈলে তার রাখে শুকাইয়া। (১) বেয়াইর বাপের শ্রাদ্ধ করে কায় ক্লেশ পাইয়া॥ মৈলে পুত্র কিছু নহে ভাগিনেয় অধিকারী। (২) সর্ব্বস্ব বাটিয়া নেয় বেয়াইর বরগিরী॥ সহোদর অংশ না পায় ভগিনীপতির ভাই। (৩) মৈলে মুখানল করে শালার বেয়াই॥ ভাগিন ভাগিনী আর ভাগিনা বেয়ারী (৪)। এ সকলে মিলিয়া করয়ে হুড়াহুড়ি॥ ভাগিনাবধু গীত গায় মামাশ্বশুর নাচে। জামাইয়ে পাখোয়াজ বাজায় শাশুড়ীর কাছে॥ গুরু গর্ব্বিত পাইলে মারে ঘনঠেলা। কোন আঙ্গুলে মারিলাম কহ দেথি শাল॥ খুড়তথগুর পাইলে কাণ মুচড়িয়া। হাততালি দিয়া বলে আইলা রে ভাড়য়॥ শালার বধূ দেখি তারা অধিক লজ্জিত। স্বামীর পদে দণ্ডবং পড়িয়া ভূমিত। এই মত দেখি তার দেশের আচার। মনে মনে চন্দ্রধর কৌতুক অপার॥ ইহ দেখি বলে চাদ মা ভগবতি। এমত অভব্যেরে (৫) দিছ এতেক সম্পত্তি॥ যদি কৃপা করে মোরে দেবী মহামায়া। কটাক্ষে নিবারিতে পারি অবোধ ভাড়িয়া॥ যদি দয়া করে মোরে ভোলা মহেশ্বর। অবশ্য ভাণ্ডিয়া (৬) নিব রাক্ষস বর্ব্বর॥ এত বলি চন্দ্রধর ভাবে মনে মনে। চাদরে দেখিয়া রাজার স্বপ্ন হৈল মনে॥ দেখিয়া চাদের তাম্বল ভক্ষণ। দিব্য বস্ত্র পরিধান মালা চন্দন॥ (১) বৌদ্ধগণের প্রচলিত নিয়মানুসারে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্ত বহু পূর্ব্ব হইতে শব রক্ষিত হয়। (২) নায়রদের মধ্যে এই প্রথা প্রচলিত। (৩) সম্পত্তির ভাগ সহোদর পায় না, কিন্তু ভগিনীপতির ভাই পায়। (৪) বউ। (৫) অসভ্যকে। (৬) প্রতারণা করিয়া।