পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર88 বঙ্গ-সাহিত্য-পরিচয়। জুলাই কঁাড়ারী জানে বাণিজ্যের ভাও। বস্ত হনে খসাইল ভুট (১) ভরা তাও (২)॥ দীঘে পাশে যত যত বড় বড় বারা। চিত্র বিচিত্র সব রাঙ্গা পাটের ডোরা॥ রাঙ্গা পাটের থোপে ফুল সারি সারি। চটের (৩) চান্দুয়া (৪) খোলে চটের মশারি॥ চটের দুলিচা আর চটের বিছান। তাম্বু গিদা (৫) চটের চটের সামিয়ান॥ চটের পালঙ্গপোষ চটের বান্ধিস (৬)। চটের ইজারবন্ধ চটের বালিস॥ চট পিন্ধিয়া রাজা বসিল সভাত। কাজিরে বেড়িয়া যেন সেখের জমাত (৭)॥ চটের কামড়ে রাজার গাত্র চুলকায়। চান্দ বলে পুণ্য বস্ত্রে অধর্ম্ম খেদায়॥ ইকামড় খায়্যা যদি অষ্ট চারি থাক। রোগ পীড়া ব্যাধি যত না রহিব এক॥ মহাপাত্রে বলয়ে জানিলাম উদ্দেশে। খাসি (৮) দাউদ খণ্ডিবেক ই বস্ত্রের ঘশে॥ নিধিশুন্তে (৯) বলে আমি অনুমানে জানি। চুষিয়া খাইবেক গায়ের লোণ পানী॥ ধীশূন্তে বলয়ে শুন আমি কহি সাচ। এর তুলনায় আমরার বস্ত্র পচা॥ ইহার বদল করি পাট পাটাম্বর। নেতের পতাকা সনে ইহা সমসর॥ দ্বিজ বংশী দাসে গায় মধুর পয়ার। সত্য এক নারায়ণ মিথ্যা সব আর॥ (১) ভূট = ভোট= কম্বল। (২) খণ্ড। (৩) শণের কাপড়ের। (৪) চন্দ্রাতপ। (৫) পাশবালিস, তাকিয়া। (৬) পাগড়ি। (৭) সভা। - (৮) থোস। (৯) নিধিশুস্ত, ধীশূন্ত প্রভৃতি পাত্রের নাম।