পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—দ্বিজ বংশীবদন—১৬শ শতাব্দী। ২৪৭ একীর্ণবে দারুণ সে অন্ধকারময়। ভাবিতে লাগিল লোক পায়্যা মহাভয়॥ শিমুল তুলার হেন ডিঙ্গা তোলে পাড়ে। ঘুর্ণাবায়ে পাক দেয় ঢেউয়ে আছাড়ে। ক্ষণেকে একত্র করে ক্ষণে নেয় দূরে। ক্ষণেকে ঘুরে যেন কুলুর গাছ ফিরে। দেখিয়া চান্দর মনে লাগিল তরাস। ধন প্রাণ হারাইলু জীবন নিরাশ ৷ দ্বিজ বংশী দাসের মধুর পদবন্ধ। সত্য এক নারায়ণ আর সব ধন্দ (১)॥ কালিদ সাগর রীত দেখি চান্দ চমকিত মনে বড় পাইল তরাস। আকাশ পাতালে ডাক বিষম জলের পণক দেখি হৈল জীবনে নিরাশ ৷ নির্ঘাত বিজলী ঠাট মুসল প্রমাণ ফোট শিলা বৃষ্টি ঝড় বরিষণ। ছই ঘর খান খান নঙ্গরে না ধরে টান ঢেউয়ে আছাড়ে ঘন ঘন॥ নায়ে খাইল মুখসাট ভাঙ্গিল মালুম কাঠ নঙ্গর ছিড়িল আউল বায় (২)। ভয়ঙ্কর অন্ধকারে চাক ভাউরি ফিরে কাড়ার (৩) রাখন নাহি যায়॥ যক্ষ দানবগণে নায়ে উঠে জনে জনে ধায়া আসে ডুবান কারণ। ভর পায়্যা সদাগর হইল অতি কাতর চণ্ডিকারে করিল স্মরণ॥ চান্দ বলে ভগবতী তোমা পরে নাহি গতি সেবকেরে না হৈও নিদয়া। দ্বিজ বংশী দাসে ভণে সমপিলু ধনে প্রাণে পদতলে রাখ মহামায়া॥ (>). ধাধা = মিথ্যা। (২) এলোমেলো বাতাসে। (৩) কাণ্ডার = হাইল।