পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। বড় বাবু ছোট বাবু কাজি এক লাখ। হিন্দু খেদাই ভাত খাইব নহে যেত লোক॥ সেখ মীনা চলি আইল ঘোড়াত শোয়ার। রাজা সঙ্গে চলে শতে শতে পরিবার॥ শতেক মোল্লা চলে হাতে ফুল হাত। মুদলিষ কাজি চলে শোনা বিবির আত ৷ ফুল সৈদ কাজি লড়ে চুহা বিবির ভাই। চলিল কাজির মিঞা খিতি বাসাই॥ কাটা তকেয়া মাথে কাটা যে ইজার। লাখেরাজি কাজি চলে এগার হাজার॥ পাটী ছলিচা বহা (১) চলে শতে শতে। টোপর বহ ষোল শত চলে রাজপথে॥ ভূষণের সালা চলে কাজি খবত। ধেপড়িবহা চলিল শতে শত॥ কুশত চলিল হুষণের উদ বখি। উদ বখির শস্ত চলে তাহ কত লেখি॥ ঠোঠ বোচা যত চলে লেখা যোথা নাই। চাথলিয়া তের হাজার চলে ঠাঞি ঠাঞি॥ চৌদ্দ শত দরবেশ চলে আরবেলা (২) হাতে। ভাঙ্গ লাড়ু খাএ পাটের খুপি মাথে। যত কাজি যত সৈদ যতেক মোল্লন। সকল চলিল না রহিল এক জনা॥ চলিল কাজি হুষণ সৈয়দ সুলতান। আগে পাছে দোলা ঘোড়া পদাতি যোগান ৷ প্রথমে চলিল কাজি মীর বহর তাজি। আঠার হাজার পাইক তাহার বামবাজি॥ সতর হাজার পাইক বামবাজ লড়ে। ধান্তকীর ফৈদ সব লড়ে ঘোড়ে ঘোড়ে॥ মুখে দোয়া (৩) করে কাজি হাতেত কোরাণ। সাহেমানি দোলা আনি দিল বিদ্যমান॥ (১) বাহক। (২) আলবোলা, গড়গড়ী। (৩) মঙ্গল প্রার্থনা।