পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৬ বঙ্গ-সাহিত্য-পরিচয়। বেহুল বলিল দাদা না কান্দিহ আর। চাপাতলায় পুত্যা রাখ মেলানির (১) ভার॥ প্রভূ জীয়াইতে পারি তবে সে আসিব। খাইয়া মেলানি ভার মায়েরে দেখিব॥ অকারণে কান্দ ভাই দাণ্ডাইয়া কুলে। পাইবে আমার দেখা প্রাণনাথ জীলে (২)॥ এত বলি বেহুলা জলেতে ভাস্তা যায়। ভুকুলের যত লোক অশেষ বুঝায়॥ বনী (৩) নিতে আন্ত ছিল নানা উপহার। চাপাতলায় পুত্যা রাখে মেলানির ভার॥ তিন ভ্রাতার গৃহে হায় হায় করে যত নগরের লোক। প্রত্যাবর্ত্তন। তিন ভাই ঘরে গেল পায়্যা বড় শোক॥ বেহুলা দেবীর দাসী জানে নানা সন্ধি। তিন পরে (৪) তিন নাগ কর্যাছিল বন্দী॥ সাপের সাপুড়া হাতে সুবর্ণের জাতি। বেহুল ভাসিয়া যায় কোলে প্রাণপতি॥ বান্ধিয়া কালির পুচ্ছ নেতের আঁচলে। (৫) কলার মানদাস ভাসে ঢেউর হিল্লোলে ৷ দেবীর রূপার তা র নাহি কোন সন্দে। চাপাতলা এড়াইয়া গেল কোঙরবন্দে॥ ক্ষেমানন্দ বলে এত মনসার মায়া। করগে করুণাময়ী নাএকেবে (৬) দয়া॥ তিন দিনে বেহুল ভাসিল রাজপুর। নবখণ্ড এড়াইয়া গেল বহুদূর। প্রাণহীন পতি যার কোলে লক্ষ্মীন্ধর। ভাসিতে ভাসিতে পাইল বাকা দামোদর॥ যুঝাট গোবিন্দপুর বদ্ধমান ভাস্তা। আল্য। গাঙ্গপুরে বেহুল উক্তরিলা আস্ত॥ মান্দীসে জল-পথে। (১) তত্ত্বের দ্রব্যাদির। (২) জীবন পাইলে। (৩) ভগিনী। (৪) প্রহরে। (৫) বেহুল কালিনাগের খানিকটা লেজ কাটিয়া বস্ত্রাঞ্চলে বন্ধন করিয়া রাখিয়াছিলেন। (৬) নায়কেরে = গায়কেরে।